আপনার চাউলের বিজ্ঞাপন দিন যেকোনো স্থানে, যে কোন সময়ে

বিজ্ঞাপন কি??

আপনি ইন্টারনেটে বা টিভিতে যেকোনো ছবি বা ভিডিও দেখার সময়, মাঝে মাঝে কিছু অন্যান্য products এবং services গুলির বিষয়ে তথ্য দেওয়া হয়।

এই অবস্থাটিকে বলা হয় বাণিজ্যিক বিরতি। বাণিজ্যিক বিরতিতে, যেকোনো একটি বিশেষ product, service, notice, information ইত্যাদি গুলিকে, জনসাধারণের কাছে প্রচার (promote) করানোর উদ্দেশ্যে, টিভির মাধ্যমে দেখানো হয় বা প্রচার চালানো হয়। এবং, এই প্রক্রিয়াটিকেই বলা হয় বিজ্ঞাপন বা এডভার্টাইসমেন্ট ।

বিজ্ঞাপন প্রচারের লাভ ও সুবিধা কি কি ?

বিজ্ঞাপনের মাধ্যম সমূহ ?

বিজ্ঞাপন এর প্রকার বা বিজ্ঞাপন প্রচারের মাধ্যম প্রচুর রয়েছে। এই প্রকার গুলির মধ্যে প্রায় প্রত্যেকটি অনেক অধিক পরিমানে ব্যবহার করা হচ্ছে। 1.Online advertising (Digital advertising) : ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার। এই ক্ষেত্রে, Google ads, Facebook ads, LinkedIn Twitter ads, Instagram ads, এগুলি বিজ্ঞাপন প্রচারের কিছু গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।

2.Cell phone (Mobile advertisement) : ডিজিটাল আডভার্টাইসিং এর ক্ষেত্রে, mobile, smartphones, iPad বা অন্যান্য portable electronic device গুলিতে ইন্টারনেট সংযুক্ত করে বিজ্ঞাপন প্রচার করা সম্ভব।

3.Print advertising : Magazine, newspaper, brochures, paper banner, leaflets এবং আরো অন্যান্য কিছু মাধ্যমে printing এর মাধ্যমে করা বিজ্ঞাপনের প্রচার গুইলিকেই print advertising বলা হয়।

4.Email advertising : এই ক্ষেত্রে, ইন্টারনেট এবং ইমেইল (email) এর মাধ্যমে বিজ্ঞাপন পাঠানো হয়।

5.Media advertising : বিভিন্ন media technology যেমন, টিভি (TV), radio, DVD ইত্যাদি প্রক্রিয়া গুলির মাধ্যমে করা advertising কে, media advertising এ ধরা যেতে পারে।

বিজ্ঞাপনের গুরত্ব

১. চাহিদা সৃষ্টি : পণ্য প্রাথমিক পর্যায়ে বাজারে আনার পর চাহিদা কম থাকে বলে পণ্য সংক্রান্ত তথ্যাবলি জনগণের নিকট উপস্থাপন করে চাহিদা সৃষ্টির চেষ্টা করতে হয়। এভাবে অর্থনৈতিক চাহিদা পূরণ এবং বিশ্লেষণের ক্ষেত্রে বিক্রয় প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. বিক্রয় বৃদ্ধি: বিক্রয় প্রসার কার্যাবলির দ্বারা পণ্যের স্বল্পমেয়াদে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করা হয়। বিক্রয় বৃদ্ধির ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। উৎপাদন ব্যয় হ্রাসের ফলে পণ্যের মূল্যও হ্রাস পায় ৷

৩. মুনাফা বৃদ্ধি: বিক্রয় প্রসার কার্যাবলির ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে মুনাফার পরিমাণও বেড়ে যায়।

৪. চাহিদার স্থিতিশীলতা রক্ষা: বিক্রয় প্রসারকার্যক্রমের সময়মত এবং সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে চাহিদার হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব। কোন পণ্যের চাহিদা কম থাকলে এর মাধ্যমে চাহিদার সাঞ্জস্যতা আনা হয়।

বিজ্ঞাপনে কতটা বাজেট

বিজ্ঞাপনে কত ব্যয় করতে হবে তা নির্ধারণ করা আপনার বিক্রয় আয় থেকে শুরু হওয়া উচিত।

বিজ্ঞাপনের ব্যয় বিক্রয় দ্বারা প্রদান করা হবে এবং বিক্রয় বাড়ানো আপনার বিজ্ঞাপন প্রচারের লক্ষ্য। অতএব, বিজ্ঞাপনে কত ব্যয় করতে হবে তা সিদ্ধান্ত নেওয়ার সময় দুটি সূত্র রয়েছে যা এসবিএ ছোট ব্যবসায়ের ব্যবহারের পরামর্শ দেয়:

1. নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পণ্য বিক্রয় প্রচার করার জন্য আপনার কত টাকা প্রয়োজন? এসবিএ উদাহরণটি ব্যবহার করে যে আপনি যদি বিজ্ঞাপনে $ 300 দামের কোনও আইটেমের বিক্রয়মূল্যের 10 ডলার ব্যয় করেন, তবে আপনার 300 ইউনিট বিক্রি করার জন্য বিজ্ঞাপনে 3,000 ডলার ব্যয় করতে হবে এবং 90,000 ডলার বিক্রয় করা উচিত

২. অন্য উপায়টি হ’ল বিজ্ঞাপনের জন্য আপনার মোট প্রস্তাবিত বিক্রয় রাজস্বের সমতল শতাংশ নির্ধারণ করা। সুতরাং আপনি যদি আপনার আয়ের পাঁচ শতাংশ উত্সর্গ করার পরিকল্পনা করেন এবং আপনি সেই বছরে বিক্রয় in 100,000 আনার প্রত্যাশা করেন, আপনি বিজ্ঞাপনে $ 5,000 ব্যয় করবেন। বিজ্ঞাপনের জন্য আপনি কত টাকা বাজেট করার পরিকল্পনা করছেন তার একটি হ্যান্ডেল হয়ে গেলে, পরবর্তী 12 মাসের মধ্যে আপনার কখন এই অর্থ ব্যয় করা উচিত তা খুঁজে বের করতে হবে।

মিল মালিকের সাথে চুক্তি পত্র

 

চাউলেরবাজার ডটকম লিঃ এবং মিল মালিকের সাথে চুক্তিপত্র

 

১। ২য় পক্ষ তাহার উৎপাদিত সকল প্রকার চাউল নিজেস্ব মিল রেট হইতে মূল্যে ১ম পক্ষকে সরবরাহ করিবেন। এবং পন্যের অফার চলাকালিন সময়ে একটু বেশি মূল্য ছাড় প্রদান করবেন মিল মালিক তার পণ্যের বেশি প্রসার ঘটানোর জন্য।

.. ২। ২য় পক্ষের পণ্যের বিজ্ঞপন বাবদ, ২য় পক্ষ ১ম পক্ষকে মাসিক … … টাকা প্রদান করবে বিকাশ/ ব্যাংক একাউন্ট এর মাধ্যমে। যে মাসে বিকাশ/ ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবে না সে মাসে চাউলেরবাজার ডটকম লিঃ কে আগে থেকে জানাতে হবে।

৩। সিলাব অনুযায়ী কমিশন (১-১০০) বস্তাতে ৩০০) বস্তাতে .. .. . %, (৩০১-৪০০) বস্তাতে .. উপরে )বস্তাতে %, (১০১-২০০) বস্তাতে %, (২০১- %, (৪০১-৫০০) বস্তাতে .. .. %, (৫০১- % হারে কমিশন প্রদান করবে মিল মালিক ।

.. ৪। চাউলেরবাজার ডটকম লিঃ মিল মালিকের চাউল বাজার জাত করতে সাহায্য করবে, বিজ্ঞাপনে এবং বিপননে নির্ধারিত এলাকায় চুক্তি ভিত্তিতে। নির্ধারিত এলাকা ……… % কম

Chaulerbazaar.com Ltd. Corporate Office 24 / 89, Rupnagor, Dhaka Road, Chourhash, Kushtia, Bangladesh. Phone: 01906-767676 Registered Office Sworgopur, Swostipur, Alampur Kushtia Sadar, Kushtia, Bangladesh. chauderbansa.com LIMITED

কেন আমাদের থেকে বিজ্ঞাপনের সার্ভিস নিবেন

  1. এসএমএস সফটওয়্যার কিনলে নিজের সফটওয়ারে নিজেই কাস্টমারকে এসএমএস পাঠাতে পারবেন সরাসরি
  2. আমাদের কাছে থেকে ডেটাবেজ কিনে আপনার ব্যবসায়ীক এসএমএস পাঠাতে পারবেন।
  3. এছাড়াও আমাদের রয়েছে ভিডিও মার্কেটিং এর ব্যবস্থা
  4. অভিজ্ঞ চিত্রগাহক দ্বারা পণ্যের যথপোযুক্ত ফটোগ্রাফি ব্যবস্থা।
  5. ক্রিয়েটিভ টিম এর মাধ্যমে ফটো এডিটিং এবং কনটেন্ট মার্কেটি এর ব্যবস্থা ।
  6. আমরা অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার এর মাধ্যমে অডিয়েন্স টার্গেট করে মার্কেটি করে আসছি।

আমাদের সেবাসমুহ

Direct SMS Marketing

Facebook Marketing Package

Ads on Google

wholesaler's , Retailer's, Customer database package

SMS Software Price

বি দ্রঃ আমাদের ওয়েব সাইটে (www.chaulerbazaar.com) তালিকা ভুক্ত হতে হলে প্রতিদিন ২০০ টাকা করে মাসে ৬০০০ টাকা প্রদান করতে হবে ।

Chaulerbazaar.com Ltd.

Digital Partner of your Business,

Grow your Business online

Corporate Office: Sworgopur, Swostipur, Alampur, Kushtia sadar, Kushtia, Bangladesh Phone: +8801918-991100 Website: www.chaulerbazaar.com 

 

www.chaulerbazaar.com

www.facebook.com/chaulerbazaar.com